বিএসটিআই ও বাফিসা কর্তৃক যৌথ মতবিনিময় সভা
সন্মানিত সদস্যদের অবগতির জন্য আমরা অতিব আনন্দের সাথে জানাচ্ছি যাচ্ছি যে, অদ্য
ফেব্রুয়ারি ১০, ২০২১ বুধবার বাফিসার সন্মানিত প্রেসিডেন্ট ও জেনারেল
সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে এসোসিয়েশনের ৫’সদস্যের কমিটির যথাক্রমে,
১। জনাব জেড এম গোলাম নবী (সিআইপি) প্রেসিডেন্ট
২। জনাব আনোয়ার হোসেন, জেনারেল সেক্রেটারি
৩। জনাব বোরহান ই- সুলতান, সি: ভাইস প্রেসিডেন্ট
৪। জনাব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি
৫। জনাব মোঃ তারেক, জয়েন্ট সেক্রেটারি
সন্মানিত সদস্যদের উপস্থিত’র মধ্যে দিয়ে, বাংলাদেশ ফুডস্টাফ ইমপোর্টার্স এন্ড
সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (বাফিসা) এর অনুরোধ ও বিএসটিআই ‘র আহবানে মান ভবনের
নিজ কার্যালয়ে বিএসটিআই’র সন্মানিত জনাব ড. মোঃ নজরুল আনোয়ার, মহাপরিচালক
(ডিজি) মহোদয়ের নেতৃত্বে আরও ৪’সদস্যে যথাক্রমে,
১। জনাব গাজি মুহাম্মদ নূরুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর (ফুড এন্ড ব্যাক্ট:)
২। ইন্জি: আবদুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক (মেট্রোলজি) ৩। জনাব সাজ্জাতুল
ইসলাম; ও
৪। জনাব রিয়াজুল হক সহ
আনন্দঘন ও আনন্দময় পরিবেশে পণ্যের আমদানি ও পণ্যের গুণগত মান রক্ষায় ভোক্তা
অধিকারসহ উভয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ সময় আন্তরিকতার সাথে
আলোচনা করেন এবং উভয়ের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে আরও সুন্দর
কাজের অগ্রগতি নিয়েও এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানের
সমন্বয় হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের অফিস সেক্রেটারী জনাব এম রহমান
পাটোয়ারী।
নীচে আয়োজনের আলোকচিত্রে উপস্থিত’র সবার ছবি তুলে ধরা হয়েছে সকলের
উদ্দেশ্যে…..
Recent Comments