বাফিসা’র সন্মানিত প্রেসিডেন্ট কর্তৃক অ্যাওয়ার্ড অর্জন..
সোনারগাঁও হোটেল প্যান প্যাসিফিক এ আয়োজিত অদ্যকার (১৫/০২/২০২১’ইং) ন্যাশনাল
প্রোডাকক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ এবং ইনস্টিটিউশন
এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯ কর্তৃক আয়োজিত বাফিসা’র সন্মানিত প্রেসিডেন্ট ও
বসুমতি ডিস্ট্রিবিউশন লিঃ এর অ্যাওয়ার্ড অর্জন অনুষ্ঠানের প্রধান অতিথি ও
বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন,
• জনাব নূরুল মজিদ হুমায়ূন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় • জনাব
কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয় • জনাব শেখ
ফজলে ফাহিম, সভাপতি, এফবিসিসিআই • জনাব কে এম আলী আজম, সচিব, শিল্প
মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে দেশের শিল্পখাতে যারা পণ্যের গুণগত মান উন্নয়নে সহায়ক হিসেবে
যে সকল শিল্প উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠান কাজ করে আসছেন এবং তাদের মধ্যে থেকে
বসুমতি ডিস্ট্রিবিউশন লিঃ অ্যাওয়ার্ড অর্জন করেন এবং পুরস্কার গ্রহণ করেন
বসুমতি ডিস্ট্রিবিউশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম গোলাম নবী
(সিআইপি) প্রেসিডেন্ট, বাফিসা।
উল্লেখ্য যে, উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই এফবিসিসিআই’এর প্রেসিডেন্ট
জনাব শেখ ফজলে ফাহিম এর সাথে বাংলাদেশ ফুডস্টাফ ইমপোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স
এসোসিয়েশন (বাফিসা) কর্তৃক সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সন্মানিত
প্রেসিডেন্ট মহোদয় কিছু সময় আন্তরিকতার সাথে আলোচনা করেন এবং তিনি আশ্বাস
দিয়েছেন যে, বিষয়টি তিনি দেখবেন এবং এফবিসিসিআই’এর সংশ্লিষ্ট কমিটির সাথে
আলোচনা করে সিদ্ধান্ত দিবেন। স্বল্প পরিসরে ঐ আলোচনার সময় সহযোগী হিসেবে
বাফিসার অফিস সেক্রেটারীও উপস্থিত ছিলেন।
Recent Comments